ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই
আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সেতুতে শৃঙ্খলা আনতে আপাতত মোটরসাইকেল চলাচল স্থগিত রাখা হয়েছে। সেতু কর্তৃপক্ষ এটা নিয়ে কাজ করছে। সব কাজ শেষ হলেই ওনারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ জন্য একটু সময় লাগবে।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পদ্মা সেতু প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ায় মন্ত্রিসভা আজকের বৈঠক থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। জবাবে প্রধানমন্ত্রীও সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। এসময় প্রধানমন্ত্রী এ সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে সর্বত্র সুশাসন নিশ্চিত করার নির্দেশনা দেন বলে জানান সচিব।
সচিব বলেন, ‘সুশাসন ও প্রশাসনিক কঠোর নজরদারির জন্য পদ্মা সেতু সফলভাবে বাস্তবায়ন হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সন্তোষ প্রকাশ করেছেন। রাজধানীকে যানজটমুক্ত রাখতে দ্রুত সার্কুলার রোড করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে রাজধানীর ভেতরের কাঁচাবাজারগুলো সরিয়ে ঢাকার প্রান্ত এলাকা কাঁচপুর, আমিনবাজার, কেরাণীগঞ্জসহ অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় স্বাভাবিকভাবেই রাজধানীতে গাড়ি চলাচল বেড়েছে। এ চাপ কমিয়ে রাজধানীর বাইরে দিয়ে বিকল্প সার্কুলার রোড করার বিষয়ে আলোচনা হয়েছে, যাতে দূরপাল্লার যানবাহনগুলোকে শহরের ভেতরে ঢুকতে না হয়।’