ঈদের দিনে শিশু ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা-মা
কুড়িগ্রামের কচাকাটায় ঈদের দিনে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তারপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত বায়েজিদ (৬) ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়িতে খেলার একপর্যায়ে বায়েজিদ নলকুপের পাশের গর্তে বন্যার পানিতে গিয়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঈদের দিনে ছেলে শিশুকে হারিয়ে বাবা-মাসহ পরিবারের সবার এবারের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে।
এ ব্যাপারে কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর-রশীদ বায়েজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।