ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার ২
রাজধানীর মিরপুরে ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণ ও অস্ত্র মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ডিএমপি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, সোমবার বিকেলে রাজধানীর মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন—শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজিব (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে শাকিল ২০১৬ সালে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি এবং সজিব অস্ত্র মামলার আসামি। তারা দুই জনই চাঁদাবাজ।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেপ্তার আসামিরা মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিল আহমেদের বিরুদ্ধে পাঁচটি এবং মো. আশফাকুর রহমান সজিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল।’
ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘সোমবার তারা ঈদ সালামির নামে মিরপুরের বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন কায়দায় চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সমস্যা হবে বলেও হুমকি দেয় চাঁদাবাজরা। পরে এ বিষয়ে অভিযোগ করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার করে।’
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।