উজানের ঢল ও অতিবৃষ্টিতে তিস্তায় পানি বৃদ্ধি, প্লাবিত তীরবর্তী নিম্নাঞ্চল
উজানের ঢল ও অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। তিস্তা ব্যারেজ পয়েন্টে সকাল ৯টার দিকে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আকস্মিক এ পানি বৃদ্ধির ফলে ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে রাখা হয়েছে।
এদিকে, পানির ঢলে ভেঙে গেছে ব্যারেজের ফ্ল্যাট বাইপাস। আর, ব্যারেজ এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। তিস্তার এ পানি বৃদ্ধির ফলে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার ডাউয়াবাড়ি, সিন্দুর্ণা, গড্ডিমারীসহ জেলার বেশ কয়েকটি ইউনিয়নের তিস্তা তীরবর্তি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।