উত্তরাঞ্চলে কনকনে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

Looks like you've blocked notifications!
আগুন পোহাচ্ছেন শীতে কাবু পঞ্চগড়ের মানুষ। ছবি : এনটিভি

ঘন কুয়াশা আর  উত্তরের বাতাসের কারণে সারা দেশে জেঁকে বসে আছে শীত। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। সঙ্গে রয়েছে চুয়াডাঙ্গাও। আজ সোমবার (৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় সাত ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এলাকার খেটে খাওয়া মানুষ রয়েছে চরম দুর্ভোগে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে শিশু রোগী।

পঞ্চগড়ের পর দিনাজপুরে তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় ঢাকা রয়েছে পুরো জেলা। শহরের চেয়ে গ্রামাঞ্চলের অবস্থা আরও করুন। শীতে জবুথবু মানুষগুলো খরকুটো জ্বালিয়ে শীতের তীব্রতা থেকে বাঁচার চেষ্টা করছেন।

সর্বনিম্ন তাপমাত্রার দিক দিয়ে এর পরে আছে রাজশাহীর বাদলগাছী উপজেলা। সেখানে আজকের তাপমাত্রা আট দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দক্ষিণাঞ্চলের বরিশালে শীতে নিউমোনিয়া-ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে গত কয়েক দিনে সাত শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ।