উদ্বোধনের দিনই ট্রেনে পদ্মা সেতু পার হওয়ার আশা করছি : রেলমন্ত্রী
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘প্রধানমন্ত্রী সড়কসেতু যেদিন উদ্বোধন করবেন সেদিনই যাতে আমরা রেলকে এই পদ্মা সেতু অতিক্রম করাতে পারি সেই পরিকল্পনা নিয়েই কাজ করছি।’
রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের এই প্রকল্পটির মেয়াদ ২০২৪ সাল। আর এটি বাস্তবায়নের ক্ষেত্রে তিনটি ভাগে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু সবটাই চলমান। একটি হলো ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত।’
আজ সোমবার দুপুরে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাওয়া সাইড ক্যাম্পে কাজের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে কবির চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মো. সাইফুজ্জামান, নাদিরা ইয়াসমিন জলি, সেনা বাহিনীর মেজর জেনারেল জাহিদ হোসেন, বিগ্রেডিয়ার জেনারেল জামিউল ইসলামসহ রেল মন্ত্রণালয় ও সেতু বিভাগ এবং সেনা বাহিনীর কর্মকর্তারা।