উদ্যোক্তা রাওয়ানের স্বতন্ত্র পরিচয় তৈরির গল্প

Looks like you've blocked notifications!

২৬ বছর বয়সী রাওয়ান আহমেদ চৌধুরী একজন ফিটনেস, ফ্যাশন মডেল, ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছেন। পারিবারিক সূত্রে রাওয়ান একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা, বর্তমানে যুক্ত আছেন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টে। পাশাপাশি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতেই ফিটনেস মডেলিং শুরু করেন তিনি।

রাওয়ান ২০১৫ সাল থেকে শুরু করেন ফিটনেস মডেলিং। বাংলাদেশে ফিটনেস মডেলিং এতটা পরিচিত না হলেও রাওয়ান চেয়েছিলেন নিজেকে এই পরিচয়ে গড়ে তুলবেনই। তার যাত্রা সহজ ছিল না মোটেও।

শুরুর গল্প সম্পর্কে রাওয়ান বলেন, ‘মডেল হিসেবে তার যাত্রা শুরু ২০১৫ সালে ছোটখাট বিজ্ঞাপনের হাত ধরে। কিন্তু নিউইয়র্কে পড়াশোনার কারণে সময় দিতে পারছিলেন না। তবু সেখানেও পড়াশোনা আর কাজের পাশাপাশি চালিয়ে গেছেন মডেলিং। ফিটনেস মডেলিংয়ের এই পথচলায় কাজ করেছেন সেইলর বিডি, ইয়েলোর মতো বাংলাদেশের মতো প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর মডেল হিসেবে। পাশাপাশি বিদেশের বহু ম্যাগাজিন ও ফ্যাশন এজেন্সির হয়ে কাজ করে চলেছেন সমান তালে।’

সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড-২০২২ (বিআইএফএ) এর পুরষ্কারে ভূষিত হন রাওয়ান। এরই সঙ্গে সারেল ম্যাগাজিনেও স্থান পেয়েছে রাওয়ানকে নিয়ে করা ফিচার। দেশের ছোটপর্দা ও বড়পর্দায় কাজ করার ইচ্ছে রয়েছে রাওয়ানের। পথচলায় পরিবারের অবদান সম্পর্কে বলেন, ‘সবসময় পরিবারকে পাশে পেয়েছি। প্রত্যাশা, যেন ফিটনেসে অনুপ্রাণিত হয় দেশের যুবসমাজ। সর্বোপরি কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার প্রতি।’