এক রোগীর সংস্পর্শে এসে ২১ চিকিৎসকসহ ৪২ জন কোয়ারেন্টিনে
এক করোনা রোগীর সংস্পর্শে আসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ চিকিৎসকসহ ৪২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। একইসঙ্গে হাসপাতালের মেডিসিন ইউনিটের ৪২ নম্বর ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে।
এ তথ্য জানিয়ে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘করোনা শনাক্তেন জন্য কোয়ারেন্টিনে পাঠানো সবার নমুনা সংগ্রহ করা হবে।’
রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. বুলবুল হাসান বলেন, ‘আজ ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদের আগামীকাল বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হবে।’
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘গত ১৭ এপ্রিল হাসপাতালের মেডিসিন ইউনিটের ৪২ নম্বর ওয়ার্ডে বাঘা উপজেলার ৮০ বছর বয়সী এক রোগী ভর্তি হন। তিনি জ্বর ও প্রস্রাবের সমস্যার কথা বলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তাঁর এক্স-রে করা হলে চিকিৎসকদের সন্দেহ হয়। তাঁকে সংক্রামক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। গত সোমবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর রাতে করোনা পজেটিভ পাওয়া যায়। ফলে ওই রোগীর সংর্স্পশে আসা ২১ চিকিৎসক, ১২ জন নার্স এবং ৯ জন আয়া ও পরিচ্ছন্নতাকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’
চিকিৎসকদের পর্যটন মোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।
এ ছাড়া রামেক হাসপাতালে করোনাভাইরাসের রাজশাহীর সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিদিনের ব্রিফিংও বন্ধ করা হয়েছে। তবে সেটি অনলাইনে করার চিন্তা-ভাবনা চলছে বলে জানান এ চিকিৎসক।