এনটিভি সব শ্রেণির দর্শকের প্রত্যাশা পূরণে আন্তরিকতা দেখিয়েছে : জি এম কাদের
গণমাধ্যম দুনিয়ায় ২০০৩ সালের ৩ জুলাই পদার্পণ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে এখন দেড় যুগ পেরিয়ে উনিশে পদার্পণ তরুণপ্রাণ প্রতিষ্ঠানটির।
১৮ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।
আজ ৩ জুলাই, শনিবার এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেন, ‘এনটিভির ১৯ বছর পদার্পণের এই শুভ লগ্নে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদ, সাংবাদিক ও কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পথচলার দুই দশকে এনটিভি সব শ্রেণির দর্শকদের প্রত্যাশা পূরণে আন্তরিকতা দেখিয়েছে। বিশেষ করে, দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সংবাদ প্রচারে এনটিভি সব সময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে।’
জি এম কাদের আরও বলেন, ‘এনটিভির অনুষ্ঠান বিভাগের রুচিশীল পরিবেশনা দেশের সংস্কৃতি লালনে অসাধারণ ভূমিকা পালন করে চলেছে। দর্শকনন্দিত টিভি চ্যানেল এনটিভির সাফল্যময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’