এনটিভি স্বতন্ত্র ইমেজ প্রতিষ্ঠা করতে পেরেছে : ওবায়দুল কাদের
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানে ২০০৩ সালের ৩ জুলাই গণমাধ্যম দুনিয়ায় পদার্পণ দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে এখন দেড় যুগ পেরিয়ে উনিশে পদার্পণ তরুণপ্রাণ প্রতিষ্ঠানটির।
১৮ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।
আজ ৩ জুলাই, শনিবার এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এনটিভির ১৮ বছর পূর্তি এবং ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি এনটিভি পরিবারকে জানাই শুভেচ্ছাসিক্ত অভিনন্দন। দীর্ঘ পথচলায় এনটিভি শ্রোতা-দর্শকদের মাঝে স্বতন্ত্র একটা ইমেজ প্রতিষ্ঠা করতে পেরেছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘করোনাকালে সচেতনতা তৈরিসহ নানান সামাজিক ইস্যুতে এ প্রতিষ্ঠানটির অব্যাহত প্রয়াস প্রশংসনীয়। একঝাঁক তরুণ কর্মী তাঁদের তারুণ্য দিয়ে মাঠে-ময়দানের সংবাদ তুলে ধরছে। বিনোদনমূলক অনুষ্ঠানমালাও দর্শকপ্রিয়তা পেয়েছে। আগামী দিনগুলো আরও সুন্দর হোক। দর্শক-চাহিদার দিকে খেয়াল রেখে অনুষ্ঠান নির্মাণ, বস্তুনিষ্ঠ-নির্মোহ সংবাদ পরিবেশনে এনটিভির ধারাবাহিকতা আরও দীপ্যমান হোক, এ প্রত্যাশা।’