এলপিজির দাম ফের বাড়ল

Looks like you've blocked notifications!

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক দাম ৫৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বাড়ানোর ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে নতুন দাম।

আজ মঙ্গলবার (২ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিইআরসির পক্ষ থেকে নতুন দর জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার মূল্য ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে অর্থাৎ, এপ্রিলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমানো হয়েছিল।