এসএম সুলতান নৌকাবাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন
নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতান নৌকাবাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফকরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মাদ ইব্রাহিম আল মামুন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল আরেফিন রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিক, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, জিয়াউর রহমান জামি, নৌকাবাইচ আয়োজক কমিটির কর্মকর্তা অ্যাডভোকেট নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।
বক্তারা আগামী ২২ অক্টোবর জেলার চিত্রা নদীতে এস এম সুলতান নৌকাবাইচ সফল করার জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার অনুরোধ করেন।
আগামী ২২ অক্টোবর শনিবার চিত্রা নদীতে বেলা ২টায় এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান, বিশেষ অতিথি থাকবেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. খ ম মহিদ উদ্দিনসহ নড়াইলের রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা।