কথিত দ্বিতীয় স্ত্রীর মামলায় মামুনুলকে জিজ্ঞাসাবাদ
সহিংসতা ও ধর্ষণের ছয় মামলায় ১৮ দিনের রিমান্ডে থাকা হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নারায়ণগঞ্জ পুলিশ।
বর্তমানে মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।
গত ২৮ মার্চ হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দুই মামলা এবং সোনারগাঁয়ের রিসোর্টে এবং যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুরের দুটি মামলায় মামুনুল হককে সাত দিন করে ২৮ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
এ ছাড়া মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে ৩৮ দিন রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি মামলায় তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া গত ১৭ মে হেফাজতে ইসলামের হরতাল চলাকালে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার আরেকটি মামলায় মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ২৮ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জে শিমরাইল থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ছয়টি মামলা করে। গত ১৫ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে একটি মামলার দায়িত্ব নেয় পিবিআই।
এর আগে গত ১৮ এপ্রিল রাজধানী মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় করা মামলায় রিমান্ডে নেয় পুলিশ।