কবি কাজী রোজীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
রাষ্ট্রপতি এক শোকবার্তায় বলেন, কাজী রোজী তাঁর লেখনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন।
রাষ্ট্রপতি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রাষ্ট্রপ্রধান কাজী রোজীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে আজ রোববার কাজী রোজীর মেয়ে সুমী সিকানদার ফেসবুকে এক পোস্টে তাঁর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘আমার মা, কবি কাজী রোজী আজ (২০ ফেব্রুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে মারা গেছেন। দয়া করে তাঁর রুহের মাগফিরাত কামনা করুন।’
এর আগে সুমী সিকানদার ফেসবুকে লিখেছিলেন, শারীরিক জটিলতা নিয়ে গত ৩০ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে কাজী রোজীকে ভর্তি করা হয়। কোভিড পজিটিভ হওয়ায় তাঁকে আইসোলেশন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল। তবে সে সময় তাঁর মস্তিষ্ক কাজ করছিল না, কিডনিতে ইনফেকশন; মাল্টি অর্গান সমস্যা ছিল।
১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় কাজী রোজী জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে তিনি অবসর নেন। ১৯৬০-এর দশকে কবিতা লেখা শুরু করেন কাজী রোজী।