করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া সংসদে প্রবেশে নিষেধাজ্ঞা
নভেল করোনাভাইরাসের টিকাপ্রাপ্ত এবং করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া সংসদ সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংসদ সচিবালয় থেকে এ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।
ত্রয়োদশ (বাজেট) অধিবেশনের দ্বিতীয় কার্য দিবসে আজ বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বিকেল ৩টায় তাঁর দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। আর এটি হবে বৈশ্বিক মহামারি করোনাকালীন দ্বিতীয় বাজেট।
এবারের বাজেট প্রণীত হচ্ছে করোনা পরিস্থিতি থেকে উত্তরণের কৌশলকে সর্বাধিক প্রাধান্য দিয়ে। যার সম্ভাব্য আকার দাঁড়াচ্ছে ছয় লাখ তিন হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতিটাও থাকছে বেশ বড়। আর এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে ৭ দশমিক ২ শতাংশ।