কলেজছাত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ, বাসচালক-সহকারী আটক
বাসে অর্ধেক ভাড়া নিয়ে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ঠিকানা পরিবহণের বাসচালক ও তাঁর সহকারীকে (হেলপার) আটক করেছে র্যাব। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাসচালক মো. রুবেল (২৭) ও তার সহকারী মেহেদী হাসান (৩০)।
রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওপরের তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, ‘প্রথমে অর্ধেক ভাড়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। শিক্ষার্থীর যে ধর্ষণের হুমকির অভিযোগ, তা আটককৃত দুজনই স্বীকার করেননি। তবে তারা নানান ধরনের অশালীন মন্তব্য করেছেন। রাগারাগি হয়েছে। কলেজের অধ্যক্ষ র্যাবকে বিষয়টি দেখার অনুরোধ জানান। তারপর আমরা অভিযান পরিচালনা করি।’
খন্দকার আল মঈন বলেন বলেন, তদন্তে ওই শিক্ষার্থী বাসে উঠার সময় এবং শনির আখড়া এলাকার সকাল বেলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির বৃদ্ধির পর ঠিকানা বাসের চালক ও হেলপারকে আটক করি। আর ধর্ষণের হুমকি দেওয়া হলেও সেটা তদন্ত কর্মকর্তা দেখবেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করবেন।
অপর এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, আটককৃতরা জানিয়েছেন, তারা দৈনিক তিন হাজার টাকার চুক্তিতে গাড়িটি নিয়েছিলেন মালিকের কাছ থেকে। এই তিন হাজার টাকার বাইরে যে টাকা তারা তুলতে পারে সেটাই তাদের লাভ। ফলে, তাদের টার্গেট থাকত তিন হাজার টাকার বেশি ওঠানোর। এজন্যই তারা ভাড়া আদায়ে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে চাইতেন না।