ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কা, সেই চালক গ্রেপ্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ী বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এএসপি আল আমিন বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ী বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ওই বাসচালককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।