কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী রাজধানীতে আটক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র্যাব। রাজধানীর কাকরাইলের হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে আজ বুধবার সকালে তাঁকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের এ কর্মকর্তা জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজধানীর হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে আটক করা হয়েছে। এখনও অভিযান চলছে। কিছু সময় পর এ অভিযান সমাপ্ত হবে।