কাদিরপুর ইউপি চেয়ারম্যান বি এম জাহাঙ্গীরের মরদেহ দাফন সম্পন্ন
মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয়বারের সফল চেয়ারম্যান বি এম জাহাঙ্গীর হোসেনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ৩টায় কাদিরপুর ইউনিয়নের হাজি আব্দুল ওহাব বেপারীকান্দি মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন শরীয়তপুর (১) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ মোল্লা, কাদিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বি এম দেলোয়ার হোসেন, শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম আতাহার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি মো. সুজাদুর রহমান সুজাদ, জাজিরা উপজেলা চেয়ারম্যান মো. মোবারক হোসেন শিকদার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম মিয়া, শিবচর পৌরসভা মেয়র মো. আওলাদ হোসেন খান, জাজিরা পৌর মেয়র মো. ইদ্রিস মিয়াসহ শিবচর, জাজিরা ও বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মুসল্লি।
বি এম জাহাঙ্গীর হোসেন গতকাল বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।