কাপ্তাইয়ে দুর্লভ লজ্জাবতী বানর উদ্ধার, বনে অবমুক্ত
রাঙামাটির কাপ্তাইয়ে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের ওই লজ্জাবতী বানর কাপ্তাইয়ের কেপিএম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ৯ টার দিকে কাপ্তাইয়ের কেপিএম এলাকার বাসিন্দা সিয়াম ও রবিন তাদের বাসায় যাওয়ার সময় পশ্চিম ড্রাইভার কলোনি এলাকার রাস্তার পাশে থাকা গাছে একটি অদ্ভূত প্রাণী নড়াচড়া করতে দেখতে পায়, পরে তারা আরও কয়েকজনের সহায়তায় প্রাণীটি উদ্ধার করে বাসায় নিয়ে যায়।
পরে আজ মঙ্গলবার ভোর রাতে বিষয়টি কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনকে জানানো হলে তিনি তাঁর সহকর্মী রনি, রাফিসহ আরও কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীনকে খবর দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির প্রাণী লজ্জাবতী বানরকে উদ্ধার করে নিয়ে আসেন। সকালে ওসি নাসির উদ্দীন প্রাণীটিকে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদারের কাছে হস্তান্তর করেন।
এদিকে বন বিভাগের কাছে হস্তান্তর করার পর পার্বত্য চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জজামান শাহর নির্দেশে প্রাণীটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।