কার্তিক শেষ, বৃষ্টি পরেও শীত নামছে না

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আর এ কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শীত অনুভূত হচ্ছে। এতে অনেকে ভাবছেন, হয়তো এই বৃষ্টিতেই শীত নামবে দেশজুড়ে। অনেককে হালকা শীতের পোশাক পরতেও দেখা গেছে।
তবে আবহাওয়া অধিদপ্তর আজ রোববার বিকেলে জানিয়েছে, বৃষ্টির কারণে সারা দেশে ঠাণ্ডা অনূভূত হলেও এখনি শীত নামছে না।
ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এনটিভি অনলাইনকে বলেন, বৃষ্টির কারণে সারা দেশে শীত অনূভূত হচ্ছে। তবে ১৫ নভেম্বরের পর আবার আগের আবহাওয়া দেখা যাবে। এই ঠাণ্ডা শীতের নয়, বৃষ্টির।’
‘এ মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের প্রথম দিকে শীত আসতে পারে’, যোগ করেন আবহাওয়াবিদ।
এদিকে চলমান বৃষ্টিপাত সপ্তাহের শেষের দিকে হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ এক পূর্বাভাসে মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তামিলনাডু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩২ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।