কালিয়ায় মাছের ঘেরে গাঁজা চাষ, আটক দুই যুবক
নড়াইলের কালিয়ায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষের সন্ধান পেয়েছে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে গাঁজাগাছসহ উপজেলার চাচুড়ী বিলের একটি মাছের ঘেরে এই গাঁজা চাষের সন্ধান পায়।
গাঁজা চাষের অভিযোগে ঘের শ্রমিক যশোর সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম রোডের ইয়াসিন হোসেন (২৭) ও যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানা গ্রামের শাকিল হোসেনকে (১৯) আটক করেছে।
পুলিশ জানায়, উপজেলার চাচুড়ী বিলে আটলিয়া গ্রামের মাহিম শেখ ও আলম শেখের মাছের ঘেরে ইয়াসিন ও শাকিল কর্মচারী হিসেবে কাজ করার সময় গাঁজাগাছের চাষ করে আসছিলেন।
ঘটনার খবর পেয়ে কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ হাসানের নেতৃত্বে একদল পুলিশ আজ দুপুর ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে একটি গাঁজাগাছসহ তাদের আটক করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘেরের পাড়ে গাঁজা চাষের অপরাধে আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।