কাল থেকে ওয়েবসাইটে মিলবে ট্রেনের টিকেট

Looks like you've blocked notifications!

আগামীকাল শনিবার থেকে ওয়েবসাইটে মিলবে ট্রেনের টিকেট। আগে অনলাইনে রেলসেবা অ্যাপের মাধ্যমে টিকেট পাওয়া যেত। সে অ্যাপ এখন বন্ধ হয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রেলওয়ের পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য পাওয়া যায়।

অফিস আদেশ অনুযায়ী, কাল থেকে দেশের ৭৭টি স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিতরণ শুরু হবে।

বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের ইন্টিগ্রেটেড টিকেটিং সিস্টেম (বিআরআইটিএস) পরিচালনার জন্য সহজ-সিনেসিস-ভিনসেনের (জেবি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তি অনুযায়ী, ৭৭টি স্টেশনে কম্পিউটার টিকেটিং সিস্টেমে রেলের টিকেট বিক্রি করবে তারা। যাত্রার তারিখ বিবেচনায় আগামীকাল থেকে অনলাইনের মাধ্যমে টিকেট বিক্রি চলবে।

কাউন্টার বাদেও ওয়েবসাইটে ঢুকে (eticket.railway.gov.bd) সংগ্রহ করা যাবে অনলাইন টিকেট।