কিশোরগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জে আজ শনিবার জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের আদেশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ছাত্রদলের মিছিলটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে একরামপুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।
একই দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিলটি শহরের হয়বতনগর এলাকা থেকে শুরু হয়ে নগুয়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কায়সার শহিদ।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ