জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন খালেদা জিয়া : খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিশ্বের ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী সরকারপ্রধান হিসেবে খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের কল্যাণে আপসহীন ছিলেন, যা ইতিহাসে বিরল। তিনি ভোগ-বিলাস ও আয়েশ ত্যাগ করে জনগণের সেবায় নিজের জীবন উৎসর্গ করে গেছেন। সে কারণেই জনগণ তাকে রাজকীয় বিদায় জানিয়েছে।
আজ শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, শেখ হাসিনা এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিতে চেয়েছিলেন। আজ আল্লাহর ইচ্ছায় সেই জিয়ার পাশেই খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তা কেড়ে নিতে পারে না। গোটা বিশ্ব আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশে খায়রুল কবির খোকন বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে আগামী নির্বাচনে আমাদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মনোহরদী-বেলাব আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরদার শাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মঞ্জুর এলাহীসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী