কীর্তনখোলায় গোসলে নেমে শিশু নিখোঁজ

ডুবে যাওয়ার প্রতীকী ছবি
বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ইয়াসিন মোল্লা (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নগরীর পলাশপুরের ৮ নম্বর গুচ্ছগ্রামের ঘেরেরপাড় এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ইয়াসিন ওই এলাকার বেল্লাল মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল।
ওসি মুকুল নিখোঁজ শিশুর স্বজনদের বরাতে জানান, নদীতে গোসল করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ইয়াসিন। তাই ধারণা করা হচ্ছে, সে গোসল করতে নেমে নদীতে নিখোঁজ হয়েছে। তার সন্ধানে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে কাজ করছে।