কুমিল্লায় ট্রলারডুবিতে দুই নাতনিসহ নানি নিহত
কুমিল্লা মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবিতে দুই নাতনিসহ নানি নিহত হয়েছেন। আজ সোমবার কাঁঠালিয়া নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫) মেয়ের ঘরের নাতিন আয়েশা আক্তার (১২), মরিয়ম আক্তার (৭) নিখোঁজ রয়েছে আরেক নাতনি তামান্না আক্তার (৫)। নিহত ও নিখোঁজ শিশুরা ঢাকার ডেমরায় বসবাস করত। তারা পঞ্চগড় জেলার বাসিন্দা বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নৌপুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, একই পরিবারের ১৪ জন ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে কাঁঠালিয়া নদীতে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্থানে পৌঁছালে আকস্মিক ট্রলারটি ডুবে যায়। এ খবর পেয়ে পুরান বাটেরা গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে ট্রলার থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জনকে উদ্ধার করে।
পরে তাদের দাউদকান্দি এলহাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নানি ও তাঁর দুই নাতনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে।