কুড়িগ্রামে অনলাইন গরুর হাটের সূচনা
কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অনলাইন গরুর হাট। আজ বৃহস্পতিবার দুপুরে অনলাইন এই হাটের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. রেজাউল করিম।
অনলাইন গরুর হাটের উদ্বোধনের পর বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল হাই, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানালাল বকসী, উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমুখ।
জেলা প্রশাসক মো. রেজাউল করিম বলেন, কোভিট-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনলাইন হাট থেকে যে কেউ গরু কিনতে এবং নিবন্ধন করে বিক্রি করতে পারবে। এই হাটের অনলাইন ঠিকানা : kurigramonlinehat.com
অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে জেলার নয় উপজেলার ইউএনও, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, খামারি, উদ্যোগতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত ছিলেন। অনলাইন হাটের কারিগরি সহযোগিতা করছে অপ্রতিরোধ্য কুড়িগ্রাম নামের একটি বেসরকারি সংগঠন।