কুড়িগ্রামে বিষপানে বৃদ্ধর আত্মহত্যা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষপানে ষাটোর্ধ্ব অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠ প্রাঙ্গণে।
ওই বৃদ্ধর নাম পরিচয় এখনো জানা যায়নি।
এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা এরশাদুল হক।
এরশাদুল হক জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে অটোরিকশাযোগে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এরশাদুল হক আরও জানান, অজ্ঞাত ওই বৃদ্ধর মুখে ও শরীরে বিষের দুর্গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিষ পানেই তিনি আত্মহত্যা করেছেন। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও ওই মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।