কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

Looks like you've blocked notifications!
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ ঘটেছে। ছবি : সংগৃহীত

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছে সংগঠনটি।

তবে, ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে, অছাত্র ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এসেছিল ছাত্রদল। এজন্য সাধারণ শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণভাবে প্রতিহত করেছেন।

আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে ছাত্রদল।

জানা গেছে, ছাত্রদলের নতুন কমিটি গঠন হওয়ার পর থেকে নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন। এদিকে, কয়েকদিন আগে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ ওঠে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে।

এরপর থেকে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলকে ক্যাম্পাসে প্রতিহত করার ঘোষণা দেন। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, কোনো অছাত্রদের ক্যাম্পাসে ঢুকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

এ হামলার ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল একটি বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। তাদের কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। আজও তারা দেশীয় অস্ত্রসহ ভাড়াটে, অছাত্র ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এসেছিল। এজন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের সশস্ত্র আগমনকে শান্তিপূর্ণভাবে প্রতিহত করেছেন।’

জানা গেছে, সকালে ঢামেক হাসপাতাল এলাকা থেকে মিছিল নিয়ে যাচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা তাদের লাঠিসোটা নিয়ে ধাওয়া করেন। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর ঢাকা মেডিকেলে ছাত্রদলের অনেককেই চিকিৎসা নিতে দেখা যায়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান বলেন, ‘ছাত্রলীগের হামলায় আমাদের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ। তাঁদের ক্ষতস্থানে সেলাইয়ের কাজ চলছে।’

আমান উল্লাহ আমান জানান, আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো. ইয়াহিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও আহ্বায়ক সদস্য মানসুরা আলমসহ অন্যরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, বঙ্গবন্ধু হল, জগন্নাথ হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালান। আমাদের ৩০ থেকে ৪০ জন হাসপাতালে ভর্তি। নেতাকর্মীদের চিকিৎসা দিয়ে আমরা আবারও ক্যাম্পাসে ঢুকব এবং আন্দোলন চালিয়ে যাব।’