ক্যানেলে নিখোঁজ হওয়া স্কুলছাত্রকে পাঁচঘণ্টা পর মৃত উদ্ধার
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে নিখোঁজ হওয়া দশম শ্রেণীর ছাত্র শাহিন আলমকে(১৫) মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এলাকার নুরুজ্জামানের ছেলে। একই ইউনিয়নের আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়তো সে।
নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মনি জানান, সোমবার বেলা তিনটার দিকে কয়েকজন বন্ধু মিলে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নামে। পরে তাকে পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে রাত সাড়ে আটটার দিকে সেচ ক্যানেলের নাউতারা স্লুইচ গেট থেকে একশ ফুট দূরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ইসমাইল হোসেন এনটিভি অনলাইনকে জানান, উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রংপুর ডুবুরি দলের টিমলিডার আমির আলী।

নূর আলম, নীলফামারী