আট দিনেও খোঁজ মেলেনি নাদিরার
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের আটদিন পার হলেও মোছা. নাদিরা বেগম (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর কোনো সন্ধান মেলেনি। তাকে না পেয়ে ভুক্তভোগীর পরিবার কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। নিখোঁজ নাদিরা পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে।
পরিবারের দাবি, নাদিরা চার মাসের একটি কন্যা শিশু ও কিছু স্বর্ণালংকার সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে বোনের বাড়িতে যাওয়ার কথা বলে নাদিরা বেগম স্বামীর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে নিখোঁজ হওয়ায় স্বামীর বোন রাশিদা বেগম কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
প্রবাসীর বোন রাশিদা বেগম বলেন, আমার ভাইয়ের স্ত্রী নাদিরা বেগম চার মাসের শিশু ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। তিনি কোথায় গেছেন তা আমরা এখনও জানি না। তাই থানায় জিডি করেছি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. সোহেল রানা বলেন, গৃহবধূ নাদিরা বেগমের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর