ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত বেড়ে ৭
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। গুরুত্বর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ও নিহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন–মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে সার্বিক পরিবহণের সুপারভাইজার পান্নু মুন্সি, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান ও দক্ষিণ পারা কুনিয়া ইউনিয়নের জসিম বেপারীর ছেলে সাগর। বাকি চারজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। এখনও উদ্ধার চলছে। বাস রাস্তার পাশে খাদের কাদা-পানির মধ্যে আছে। এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, মাদারীপুর থেকে সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় এলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর