ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১ জুন

Looks like you've blocked notifications!
ক্রিকেটার আল আমিনের ফাইল ছবি

যৌতুকের দাবি ও নির্যাতনের মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার ( ১৭ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীন এই দিন ধার্য করেন। আদালতে আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু, এদিন আদালতে কোনো সাক্ষী না আসায় বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছেন। 

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোখলেসুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নথি থেকে জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর তা মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। মামলার বিবরণীতে ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান লিখেছেন, গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টায় যৌতুকের ২০ লাখ টাকা আনা হয়েছে কি না জিজ্ঞেস করেন আল আমিন। এতো টাকা তাঁর (ইসরাত) বাবার পক্ষে দেওয়া সম্ভব না জানালে এলোপাথাড়ি মারধর করেন আল আমিন। গত ২ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা।