বঙ্গবাজার ট্র্যাজেডি
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সুবিধার্থে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধারণ ডায়রি করতে থানায় যেতে হবে না। তাদের সুবিধার্থে ঘটনাস্থলের কাছেই অস্থায়ী কন্ট্রোল রুম বসিয়েছে রমনা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) এনেক্সকো ভবনের পাশেই এই বুথ বসানো হয় ।
শাহবাগ ও রমনা থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) বায়জীদ এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট করে অভিযোগ জানাতে আর থানায় গিয়ে অপেক্ষা করতে হবে না। তাদের জন্য আমরা এখানে অস্থায়ী কন্ট্রোল রুম বসিয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখানে জিডি করতে পারবেন।’
অভিযোগ জানাতে ব্যবসায়ীদের সঙ্গে করে জাতীয় পরিচয়পত্র ও দোকানের কাগজপত্র সঙ্গে আনতে হবে বলেও জানানো হয়েছে।