খাগড়াছড়িতে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির জামতলা গ্রামে পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যুতে মায়ের আহাজারি। ছবি : এনটিভি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পানিতে ডুবে শিশু দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মাইসছড়ির জামতলা গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু হলো জামতলা গ্রামের সুপায়ন চাকমার মেয়ে পরাণ গুলো চাকমা (৮) ও ছেলে চম্পক চাকমা (৬)।
স্বজনেরা জানান, দুই ভাইবোন দুপুরে দাদার বাড়ি থেকে ফেরার পথে ডোবার পানিতে ডুবে যায়। বিকেলে খোঁজাখুঁজি করে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ পানিতে ডুবে ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।