খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হবিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/22/habigobj-bnp.jpg)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শায়েস্তানগর বিএনপির কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।
এ সময় হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজি নুরুল ইসলাম, হাজি এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।