খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা আগামী সপ্তাহে : চিকিৎসক
নভেল করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা আগামী সপ্তাহে করা হবে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়ার পর এ কথা জানিয়েছেন তাঁর চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে রাত ৯টার দিকে ডা. জাহিদ হোসেন ও ডা. আল মামুন গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসায় যান। তারা ১১টার পর বাসা থেকে বের হন।
ডা. জাহিদ বলেন, ‘চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের থেকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি ভালো আছেন। খালেদা জিয়ার আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা আগামী সপ্তাহের দিকে করা হতে পারে। মেডিকেল বোর্ড এবং লন্ডনে অবস্থানরত ডা. জোবায়দা রহমানের পরামর্শ অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
নিজের সুস্থতার জন্য বিএনপির চেয়ারপারসন সবার কাছে দোয়া চেয়েছেন জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. জাহিদ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
করোনায় আক্রান্ত খালেদা জিয়া আজ শুক্রবার ১৬তম দিন পার করছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর শারীরিক দুর্বলতা ছাড়া করোনার অন্য কোনো উপসর্গ নেই। তারপরও করোনা শনাক্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহ রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।