খালেদা জিয়া বাসায় টিকা নিতে চান
ঈদুল আজহার আগেই করোনাভাইরাসের টিকা পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামীকাল সোমবার বা পরশু মঙ্গলবার তিনি টিকার প্রথম ডোজ নিতে পারেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান আজ রোববার রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) কোনদিন টিকা পাবেন সেটি জানি না। তবে এতটুকু জানতে পেরেছি তিনি ঈদের আগেই টিকা পাচ্ছেন।’
এ ব্যাপারে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ঈদের আগেই যেকোনো দিন টিকা নিতে পারেন ম্যাডাম। কবে তিনি টিকা নেবেন সেটা এখনও সিদ্ধান্ত হয়নি।’
করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। সে অনুযায়ী এসএমএস পেয়েছেন তিনি। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় ঘরের বাইরে নেওয়াটা নিরাপদ মনে করছেন না ব্যক্তিগত চিকিৎসকরা।
এজন্য কোনো কেন্দ্র নয়, বরং বাসায় যেন খালেদা জিয়া টিকা নিতে পারেন সেজন্য চেষ্টা করছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
খালেদা জিয়া কি বাসায় টিকা নিবেন- জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, ‘এটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’