খিলক্ষেতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলক্ষেত থেকে তেজগাঁও কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইকরাম হোসেন মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পাওনা টাকার জেরে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের।
গত ৪ মে নিখোঁজ হওয়ার দুদিন পর গতকাল শনিবার (৬ মে) দুপুরে ইকরাম হোসেন মোল্লার মরদেহ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিউল ইসলাম বলেন, ‘ইকরাম হোসেন পরিবারের সঙ্গে খিলক্ষেতের ডুমনির নূরপাড়ায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার (৪ মে) থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে ডুমনির বালুরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।’
এসআই রবিউল আরও বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডুমনির শান্ত (২২) ও সিদ্দিক (২৩) নামে দুজনকে আটক করা হয়েছে। তারা বালুর ব্যবসা করতেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, নিহত শিক্ষার্থী তাদের কাছে টাকা পেতেন। টাকা নিয়ে বিরোধের জেরে ইকরামকে মুঠোফোনে বালুর চরে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করা হয়।’