খুলনায় ওষুধ পাচারকালে ধরা পড়লেন মনিরা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন জোন এলাকা থেকে বিপুল ওষুধ নিয়ে বাইরে যাওয়ার সময় আউট সোসিং কর্মী মনিরা বেগমকে হাতেনাতে ধরে ফেলেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাকে কাজে যোগদান থেকে বিরত রাখা হয়েছে। এ ছাড়াও পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান জানান, গোপন সংবাদে তিনি জানতে পারেন অপারেশন জোন থেকে বিপুল ওষুধ নিয়ে মনিরা বাইরে চলে যাচ্ছেন। এ সময় তাঁর নির্দেশে মনিরা বেগমকে ওষুধসহ ধরে ফেলে হাসপাতালের আনসার সদস্যরা। পরে মনিরা স্বীকার করেন, অপারেশন কাজের জন্য আনা অতিরিক্ত ওষুধ রোগীরা তাদের দিয়ে যায়। এসব ওষুধ বাইরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। বিপুল মূল্যবান এই ওষুধের দাম লাখ টাকার ওপরে হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের পরিচালক আরও জানান, আউট সোসিং ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন, মনিরা বেগমকে কাজে যোগদান থেকে বিরতি রাখে।
ডা. রবিউল হাসান আরও জানান, ঘটনা তদন্তে ডা. দিলীপ কুমার বিশ্বাসকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।