খুলনায় ত্রাণ বিতরণ করলেন সেনাপ্রধান
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৫৫ পদাতিক ডিভিশনের কার্যক্রম পরিদর্শনে আজ সকালে খুলনার বিভিন্ন জায়গায় যান।
এ সময় সেনাপ্রধান সেনাবাহিনীর চলমান টহল কার্যক্রম সরেজমিন গিয়ে প্রত্যক্ষ করার পাশাপাশি স্থানীয় দুস্থ ও অসহায় জনসাধারণের মধ্যে সেনাবাহিনীর নিজস্ব খাদ্যসামগ্রী হতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি খুলনা জেলা স্টেডিয়ামে তিন হাজার কার্টন ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রাণের প্রতি কার্টনে পাঁচ কেজি চাল, তিন কেজি করে ডাল, আটা ও আলু, দুই কেজি চিনি, দুই লিটার তেল এবং এক কেজি লবণ ছিল।
পরে সেনাপ্রধান স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। তিনি করোনা পরিস্থিতির এই সংকটময় অবস্থায় সবাইকে সরকারের জারি করা সব বিধিনিষেধ যথাযথভাবে পালনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একসঙ্গে মাঠ পর্যায়ে নিয়োজিত সেনাসদস্যদের প্রতিকূল অবস্থায় সঠিকভাবে দায়িত্ব পালনেও উৎসাহ দেন তিনি।