খুলনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দুই মামলা
গতকাল সোমবার খুলনায় কে ডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে এবং আশপাশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকমীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় গতকাল রাতে ৫০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩৫০ জনের নামে সদর থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে।
পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার (এসি) এস এম বায়জীদ ইবনে আকবর বলেন, ‘গতকাল সোমবার সকালের ঘটনায় মামলার বাদী উপপরিদর্শক (এসআই) আল আমিন এবং বিকেলের ঘটনার মামলায় বাদী এসআই আবু সাদেক। এই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি দেখানো হয়েছে।’
তবে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।
মামলার এজাহারে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষপ করে ছয় পুলিশ আহত হওয়ার ঘটনার কথা বলা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সমাবেশে অংশ নেন খুলনা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।