গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের
গণতন্ত্র পুনরুদ্ধারে আবারো জাতীয় ঐক্যের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণফোরামের উদ্যোগে ইফতারপূর্ব এক আলোচনা সভায় মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বাংলামোটরে রুপায়ন ট্রেড সেন্টারে ওয়ারফল রেস্তোরাঁয় ‘নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলুন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
ফখরুল বলেন, এই সরকারের স্বৈরাচারী ব্যবস্থাকে, ফ্যাসিবাদী ব্যবস্থাকে রুখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আজকে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য।
বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে একটা জাতীয় ঐক্য গড়ে তুলে এই দেশকে এই ফ্যাসিবাদীর হাত থেকে রক্ষা করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া। নিরপেক্ষ একটি সরকারের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করা। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করি।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, জনগণ পরিষ্কারভাবে জানতে চায় কোনো গোজামিল নয়, আমরা কী করতে চাই, কীভাবে করতে চাই তা পরিষ্কাভাবে বলতে হবে। আমরা মাঠে নামলে জনগণ মাঠে নামবে।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা একাত্তর সনে জনযুদ্ধ করেছি। এবার হবে গণযুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে জনগণের অধিকার আদায় করতে হবে। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি।
গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীর পরিচালনায় এই আলোচনা সভায় জাসদের শরীফ নুরুল আম্বিয়া, আ স ম রব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলারা চৌধুরী, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, পিপলস পার্টির বাবুল সরদার চাখারীসহ গণফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।