গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে বিএনপি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/13/gnntntr-mnyc.jpg)
গণতন্ত্র মঞ্চের নেতারা বিএনপির লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করছেন। ছবি : এনটিভি
গণতন্ত্র মঞ্চের নেতারা বিএনপির লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিএনপি লিয়াজোঁ কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং গণতন্ত্র মঞ্চের সদস্য মাহামুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবুল, হাসনাত কাইয়ুম বৈঠকে উপস্থিত রয়েছেন।