গভীর রাতে ঘুমের মধ্যে ঝলসে গেল শরীর
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাণীনগর এলাকায় এক গৃহবধূর মুখমণ্ডল, গলা ও বাঁ হাত ঝলসে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাবার বাড়িতে ঘুমিয়ে থাকার সময় কেউ তাঁর ওপর দাহ্য পদার্থ ছুঁড়ে মারলে এ ঘটনা ঘটে।
আহত ওই গৃহবধূকে ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধূ মাহবুবা খাতুনের বাবা মাবুদ আলী একজন ট্রাকচালক। আর মাহবুবার স্বামীর নাম মুরাদ আলী ট্রাকের হেলপার। গোদাগাড়ীর কুমরপুর গ্রামে তাঁদের বাড়ি। প্রায় দেড় বছর আগে ভালোবেসে মুরাদ ও মাহবুবা বিয়ে করেছিলেন। কিন্তু কয়েক মাস ধরে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। তাই চার মাস ধরে মাহবুবা রাণীনগর গ্রামে তাঁর বাবার বাড়িতেই ছিলেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মাহবুবা তাঁর মা ও ভাইয়ের সঙ্গে একই ঘরে শুয়ে ছিলেন। গভীর রাতে জানালা দিয়ে মাহবুবার মুখে তাঁর স্বামী দাহ্য পদার্থ ছুঁড়ে পালিয়ে যান বলে দাবি করেছে গৃহবধূর পরিবার। এতে শুধু মাহবুবা আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, দাহ্য পদার্থে মাহবুবার মুখের বাঁ পাশের অংশ পুরোটা পুড়ে গেছে। এ ছাড়া গলা ও বাঁ হাতের কনুই পুড়েছে।
চিকিৎসক বলেন, পোড়া ক্ষত অ্যাসিডের মতোই লাগছে। তবে ক্লিনিক্যালি পরীক্ষা ছাড়া এটা এখনই নিশ্চিত করে বলা যাবে না।