গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
গাজীপুর মহানগরে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। মহানগরের কাশিমপুর সারদাগঞ্জ ভুইয়াপাড়া এলাকায় একটি বাড়িতে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলো, গাইবান্ধার কোপতালা থানাধীন পূর্ব চাপাদহ গ্রামের সুমন মিয়া, তাঁর স্ত্রী মরিয়ম বেগম ও তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে সাকিন মাহমুদ। সুমন গাজীপুরের কাশিমপুর সারদাগঞ্জ ভুইয়াপাড়া এলাকায় জাকির হোসেনের বাড়িতে স্ত্রী ও ছেলেসহ ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছেন, আজ শনিবার ভোরে মরিয়ম বেগম গ্যাসের চুলার জন্য দিয়াশলাই দিয়ে আগুন জ্বালান। এ সময় হঠাৎ বিকট শব্দে ঘরে থাকা তিতাস গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়। এ ঘটনায় সুমন মিয়া, মরিয়ম বেগম ও তাঁদের ছেলে সাকিন দগ্ধ হয়। বিস্ফোরণে তাদের ঘরের দরজাসহ দুই পাশের দেয়াল ধসে পড়ে। বিকট শব্দ পেয়ে এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে দ্রুত ঢাকায় নিয়ে আসে।
মরিয়ম ও সাকিনের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।