রাজধানীর শ্যামপুরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/29/munshigonj-fire.jpg)
রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে শ্যামপুরের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—তুষার, জামাল ও জামিল।
দগ্ধ তুষারের ভাই মো. দীপু জানান, ভবনটির সপ্তম তলার একটি বাসায় থাকেন তুষার। আর ষষ্ঠ তলায় থাকেন জামাল। আর জামিল থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়। গত রাতে সপ্তম তলায় তুষারের বাসায় যান জামাল ও জামিল। মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা ঘটলে তিনজনই দগ্ধ হযন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন বলে ধারণা করছেন মো. দীপু।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, শ্যামপুর থেকে আসা দগ্ধ তিনজনের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। এ ছাড়া জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডা. তরিকুল ইসলাম।