গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। আজ মঙ্গলবার বিভিন্ন সময়ে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত একটি ট্রাক জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ। জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ী ভাড়া বাসা থেকে সালনা এলাকায় মোটরসাইকেলে ফ্রেন্ডস নিটওয়্যার কারখানায় যাচ্ছিলেন পোশাকশ্রমিক কবির হোসেন কালু (৩১)। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘাতক ট্রাকটি জব্দ এবং চালক নূর মোহাম্মদকে (৪৫) আটক করেছে পুলিশ।
অপরদিকে, গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর-মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় একটি জিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রানু বালা সরকার (৬৫) নিহত হন। আহত হন সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আরও পাঁচজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ ।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।