গাজীপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
গাজীপুরে ৪০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার জিএমপির গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী কমিশনার চৌধুরী মো. তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ওই তিন ব্যক্তি হলেন—দিনাজপুর হাকিমপুরের নওদাপাড়া গ্রামের মারিয়া খাতুন (৫৭) ও তাঁর ছেলে নাজমুল (২২) এবং মারিয়া খাতুনের বোনের মেয়ে জয়পুরহাট জেলা সদর উপজেলার পাথুরিয়া গ্রামের সাথী (৩২)।
জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, মহানগরীর গাছা থানার কুনিয়া (তারগাছ) এলাকায় কিছু ব্যক্তি বুধবার রাতে মাদক বেচাকেনা করছিল—এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর অপর সহযোগী রুবেল পালিয়ে যায়। পরে নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ স্থানীয় দক্ষিণ খাইলকুর (বাইতুল নূর মসজিদ) এলাকা থেকে তাঁর মা মারিয়া খাতুনকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। পরে মারিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার বাদশা মিয়া রোড এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাঁর বোনের মেয়ে সাথীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি ইব্রাহিম হোসেন জানান, ‘জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেছেন যে, তিনি দিনাজপুরের ঘাসড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক রাজেশের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল কেনেন। পরে সেগুলো ট্রেনে করে ঢাকায় এনে গাছা থানা এলাকায় মা ও খালাতো বোনের ভাড়া বাসায় লুকিয়ে রাখেন। মাদকগুলো সহযোগী রুবেলের (পলাতক আসামি) মাধ্যমে বিক্রি করতেন।’
গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুর এবং সদর থানায় মাদক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।